গত ১৪/০৩/২০২৫ তারিখ বান্দরবান র্পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ২নং বাইশারী ইউনিয়নের র্পূব বাইশারী (তুফানআলীপাড়া) এবং লম্বাবিল (লম্বাবিল সরকারী প্রা. বি. এর পাশ) নামক এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি বিধায় উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে গত ১৭/০৩/২০২৫ তারিখ অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত, ২০১০)-এর ধারা ৬ (খ) লংঘন করায় এ কার্যালয়ের পরিদর্শক, জনাব মোহাম্মদ নুর উদ্দিন বাদী হয়ে পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিগণের বিরুদ্ধে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস