গত ০৫/০২/২০২৫ ইং তারিখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন এলাকায় HKB, JSB ও BHB নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এবং প্রসিকিউশন প্রদান করেন জনাব মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা। উক্ত মোবাইল কোর্টে HKB, JSB ও BHB ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ১,০০,০০০ লক্ষ করে ০৩টি পৃথক মামলায় মোট ০৩ লক্ষ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে পানি দিয়ে ইটভাটাসমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি পুলিশ প্রশাসন ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS