Title
International Noise Awareness Day 2024
Details
'আসুন সবাই শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই' এ প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৪/০৪/২০২৪ খ্রি. তারিখ রোজ বুধবার পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় 'আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস' উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুল মান্নান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বান্দরবান পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডাঃ দিপংকর তঞ্চঙ্ঘ্যা, বান্দরবান সদর হাসপাতাল, জনাব সম্পদ বড়ুয়া, প্রধান শিক্ষক, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব ফখর উদ্দিন চৌধুরী, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা।